ডেস্ক রিপোর্ট
ভোলা জেলার মনপুরা উপজেলার দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত অভিযানে মনপুরা উপজেলায় আজ ১৬-অক্টোবর- ২০২৫খ্রি রোজ বৃহস্পতিবার দিনভর মা ইলিশ রক্ষায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের একটি যৌথ চৌকস টিম।
পরে মৎস্য বিভাগ ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের যৌথ অভিযানে মনপুরা উপজেলার মেঘনা নদীর পূর্ব পাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।
এসময় নৌকা ও জেলেদের আটক করা যায়নি।উক্ত জালগুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনার পর আজ ১৩তম দিনে ও অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ও নৌবাহিনীসহ কোস্টগার্ডেরনএকটি চৌকস যৌথ টিম।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্য ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন নিষেধাজ্ঞার মাঝে দিনে ও রাতের আধারে যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে যাবে তাদের কে আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের একটি টিম নিয়মিত অভিযানে আছে।
মা ইলিশ রক্ষায় আমাদের টিম নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।
Sharing is caring!