৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে অপমৃত্যু পারিবারিক সচেতনতা জরুরি।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:২৪ অপরাহ্ণ
বোচাগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে অপমৃত্যু পারিবারিক সচেতনতা জরুরি।

Manual4 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual8 Ad Code

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অপমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছররের জানুয়ায়ী থেকে আগষ্ট পর্যন্ত আট মাসে উপজেলায় অন্তত শতাধিক মানুষ আত্মহত্যা করেছে ।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৯ জনের মৃত্যু অপমৃত্যু হিসেবে চিহ্নিত হয়েছে।

Manual2 Ad Code

এর মধ্যে ২৮ জনের তথ্য রয়েছে বোচাগঞ্জ থানার নথিতে, আর বাকি ঘটনাগুলো জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। সব মিলিয়ে গত আট মাসে উপজেলায় শতাধিক মানুষ আত্মহত্যা করেছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আত্মহত্যা করা অধিকাংশ মানুষের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। দীর্ঘদিনের রোগভোগ, মানসিক অবসাদ, প্রেমে ব্যর্থতা অনলাইন জুয়া, অনলাইন গেমে আসক্তি পরকীয়া ও অর্থনৈতিক কষ্টের কারণে তারা গলায় ফাঁস বা বিষপান করে জীবন শেষ করেছেন। তরুণদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে অবৈধ মাদকের নেশায় আসক্তি, ধর্মীয় জ্ঞানের অভাব,পারিবারিক অশান্তি, জীবন নিয়ে হতাশাজনিত কারণে।

পারিবারিক ও বোচাগঞ্জ থানার নথিভুক্ত থেকে জানা যায়,উপজেলার লোহাগাঁও গ্রামের নবম শ্রেণীর ছাত্র মোজাহারুল ইসলাম (১৫) ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল।

পরিবার থেকে নিষেধ করায় গত ১২ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ৩০ মে মতিজাপুরের পইসান্জু রায় (৫০) কিডনি ও পেটের দীর্ঘদিনের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।৬ সেপ্টেম্বর মরিয়ম বেগম (৭২) শ্বাসকষ্ট ও অ্যাজমার যন্ত্রণায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধুমাত্র আইনি পদক্ষেপ যথেষ্ট নয়। পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান বলেন, “অপমৃত্যু রোধে সচেতনতা বাড়ানো জরুরি। আমরা সেমিনার করছি এ বিষয়ে স্থানীয় প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে কাজ করছে।

বোচাগঞ্জ থানার এসআই /শামীম আকতার অপমৃত্যু প্রতিরোধে নিয়ে দীর্ঘদিন যাবত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার মতে, অপমৃত্যু বন্ধে সমাজের সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষের কার্যকরী সমন্বিত উদ্যোগের বিশেষ প্রয়োজন ।

Manual7 Ad Code

তিনি আরোও বলেন এক্ষেত্রে পারিবারিক সামাজিক সচেতনতার বিকল্প নেই। একই সাথে, যে সকল কারণে মানুষ আত্মহত্যার মতো জঘন্য কাজের দিকে ধাবিত হচ্ছে যেমন: ডিপ্রেশন, পারিবারিক অশান্তি, সামাজিক চাপ ও বোলিং, নেশায় আসক্তি, প্রেমে ব্যর্থতা, ধর্মীয় শিক্ষার অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, অনলাইন আসক্তি প্রভৃতি প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual5 Ad Code

দিনাজপুরের একজন মনোরোগ বিশেষজ্ঞ বলেন, মানসিক চাপ, অবসাদ ও একাকিত্ব মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই শুধু আইন দিয়ে নয়, পারিবারিক ভালোবাসা, সামাজিক সহমর্মিতা ও মানসিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া জরুরি। পরিবার, সমাজ ও রাষ্ট্র একসাথে এগিয়ে এলে এই মৃত্যু মিছিল থামানো সম্ভব।

বোচাগঞ্জ উপজেলার স্কুল রোড মসজিদের খতিব, মোঃ আব্দুল ওয়াহিদ শাহ, বলেন,আত্মহত্যা মহাপাপ। প্রতিটি জীবন আল্লাহর অমূল্য দান। কেউই নিজের হাত দিয়ে জীবন শেষ করতে পারে না। পারিবারিক সহমর্মিতা, সমাজের সমর্থন এবং ধৈর্যই মানুষকে মানসিক কষ্ট থেকে রক্ষা করতে পারে।

বোচাগঞ্জ শ্রী শ্রী বাসুদেব মন্দিরের পল্লব চের্টাজী জানান, আত্মহত্যা আমাদের ধর্মে মহাপাপ। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার প্রতিকার বা সমাধান করতে হলে স্থানীয় জনগণের সঙ্গে সক্রিয়ভাবে বসে আলোচনা করতে হবে, মিটিং করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code