২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে এবি ডিলাক্স বাস উল্টে অনেক যাত্রী আহত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ
পলাশবাড়ীতে এবি ডিলাক্স বাস উল্টে অনেক যাত্রী আহত

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual2 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় A B Deluxe নামের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী A B Deluxe পরিবহনের একটি বাস দক্ষিণ বন্দর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়।

এসময় বাসটি সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত মাটির টিবির ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করেন।

Manual5 Ad Code

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে যান চলাচলে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে।

Manual5 Ad Code

দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

স্থানীয়রা জানান, দক্ষিণ বন্দর এলাকায় মহাসড়কের পাশে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে রাস্তাটি সরু হয়ে গেছে, ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

এলাকাবাসী দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code