১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই নারী পকেটমার আটক

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ণ
দুই নারী পকেটমার আটক

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual5 Ad Code

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে পকেট মারতে গিয়ে দুই নারী সদস্য আটক হয়েছেন।

Manual1 Ad Code

সোমবার সকালে হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিকিট কাউন্টারে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন ছিল।

Manual5 Ad Code

এ সময় সুযোগ বুঝে টানা পার্টির দুই নারী সদস্য পকেট মারার চেষ্টা করেন। হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের হাতে-নাতে আটক করেন।

হাসপাতালের কর্মীরা জানান, আটক দুই নারী মূলত টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো রোগীদের টার্গেট করে দামী মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন। পরে এসব সামগ্রী পানির দামে বিক্রি করতেন তারা।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হাসপাতালে বিশেষ করে টিকিট কাউন্টার ও ফার্মেসি এলাকায় পকেটমার চক্র সক্রিয় ছিল। তবে আজকের ঘটনায় দুই নারী পকেটমার ধরা পড়ায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Manual5 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং রোগী ও স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code