বিশেষ প্রতিনিধি।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে পকেট মারতে গিয়ে দুই নারী সদস্য আটক হয়েছেন।
সোমবার সকালে হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিকিট কাউন্টারে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন ছিল।
এ সময় সুযোগ বুঝে টানা পার্টির দুই নারী সদস্য পকেট মারার চেষ্টা করেন। হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের হাতে-নাতে আটক করেন।
হাসপাতালের কর্মীরা জানান, আটক দুই নারী মূলত টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো রোগীদের টার্গেট করে দামী মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন। পরে এসব সামগ্রী পানির দামে বিক্রি করতেন তারা।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হাসপাতালে বিশেষ করে টিকিট কাউন্টার ও ফার্মেসি এলাকায় পকেটমার চক্র সক্রিয় ছিল। তবে আজকের ঘটনায় দুই নারী পকেটমার ধরা পড়ায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং রোগী ও স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।