১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ বিএনপির ৪৭ নেতা-কর্মী খালাস

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ বিএনপির ৪৭ নেতা-কর্মী খালাস

Manual4 Ad Code

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

Manual2 Ad Code

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির ৪৭ নেতা-কর্মী হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন। এর মধ্যে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

আজ বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে এ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতা-কর্মী জামিনে মুক্তি পান। আসামিদের জামিন আবেদনে গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এই আদেশ দেন।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনে করে যাওয়ার সময় ঈশ্বরদী জংশন স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়।

Manual7 Ad Code

মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃতদন্ত হয়। এরপর ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে পাঁচজন আসামি ইতিমধ্যে মারা যান।

Manual8 Ad Code

পরে ২০১৯ সালে আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হয়। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রুস্তম আলীর দেওয়া রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা–কর্মীর মধ্যে ৯ জনের ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ফাঁসির আসামি বাদে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন মোট ৩৮ জন। এর মধ্যে জামিনে বের হয়েছেন ৩০ জন। তিনজন মারা গেছেন, বাকিরাও জামিন পেয়েছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code