ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির ৪৭ নেতা-কর্মী হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন। এর মধ্যে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।
আজ বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে এ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতা-কর্মী জামিনে মুক্তি পান। আসামিদের জামিন আবেদনে গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এই আদেশ দেন।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনে করে যাওয়ার সময় ঈশ্বরদী জংশন স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়।
মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃতদন্ত হয়। এরপর ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে পাঁচজন আসামি ইতিমধ্যে মারা যান।
পরে ২০১৯ সালে আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হয়। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রুস্তম আলীর দেওয়া রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা–কর্মীর মধ্যে ৯ জনের ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ফাঁসির আসামি বাদে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন মোট ৩৮ জন। এর মধ্যে জামিনে বের হয়েছেন ৩০ জন। তিনজন মারা গেছেন, বাকিরাও জামিন পেয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।