৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারবাজারে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
দোয়ারবাজারে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জের দোয়ারবাজার থানায় নাশকতা মামলায় যুবলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু (৫২) গ্রেফতার হয়েছেন। তিনি দোয়ারবাজার থানার অন্তর্গত মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকার বাসিন্দা।

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার পুলিশের একটি বিশেষ টিম, দোয়ারবাজার থানাধীন আমবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্ব প্রদান করেন দোয়ারবাজার থানার এসআই মোহন রায়। এছাড়া অভিযানে অংশ নিয়েছেন থানার অন্যান্য সঙ্গীয় ফোর্স।

দোয়ারবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া গত ২রা নভেম্বরের একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) যথাযথ পুলিশি নিরাপত্তায় কৃপা সিন্ধু রায় ভানুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!