৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২২,শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এম পি কাপ টুর্নামেন্ট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
২২,শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এম পি কাপ টুর্নামেন্ট

Manual2 Ad Code

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

Manual5 Ad Code

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত বিধায়ক কার্য্যালয়ে মথুরাপুর লোকসভা র কেন্দ্র এর এম পি কাপ টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা।

Manual8 Ad Code

Manual5 Ad Code

এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে মথুরাপুর লোকসভা র সাতটি বিধান সভা কেন্দ্র। এই টুর্নামেন্টে কে কেন্দ্র করে আগাম প্রস্তুতি চলছে এই লোকসভা কেন্দ্রের সাত টি বিধান সভার বিধায়করা।

Manual4 Ad Code

 

আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি বিধায়ক কার্য্যালয়ে এর প্রস্তুতি সভার আগাম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের সাবেক মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু দপ্তর মন্ত্রী ও মগরাহাট পশ্চিম বিধান সভার সদস্য গিয়াসউদ্দিন মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও পশ্চিম বাংলার এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য নুরুজ্জামান সেখ ও মন্টু এবং মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড ভূমি ও বন দপ্তর এর কর্মধক্ষ্য রহমাতুল্লাহ লস্কর ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের নেতা নাজবুল দপ্তরী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য নূর খাতুন বিবি সহ অন্যান্য ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতৃবৃন্দ।

 

মথুরাপুর লোকসভা এম পি টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হবে মথুরাপুর লোকসভা র অন্তর্গত নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে।

 

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এম পি সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিধায়ক ও এম পি ও তৃনমূল দলের নেতৃবৃন্দ।।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code