৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীতে ১৯০টি ইমারত নির্মাণের অনুমতি

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
সিলেট নগরীতে ১৯০টি ইমারত নির্মাণের অনুমতি

Manual4 Ad Code

সিলেট নগরীতে ইমারত(বাসা-বাড়ি) নির্মাণের অনুমতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। প্রাথমিকভাবে ১৯০টি ইমারত নির্মাণের অনুমতি মিলেছে। পর্যায়ক্রমে আরো ইমারতের অনুমতি দেয়া হবে কমিটির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

 

 

সিলেট নগরীতে প্রায় ৬ মাস ধরে ইমারত নির্মাণের অনুমতি বন্ধ রয়েছে। অনুমতি না পেয়ে অনেকেই বাসা-বাড়ি নির্মাণ করতে পারছেন না। এ অবস্থায় সম্প্রতি সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে অচলাবস্থা নিরসনের আহ্বান জানায়। এ প্রেক্ষিতে গত বুধবার ইমারত নির্মাণ অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯০টি ইমারত নির্মাণের অনুমতি দেয়া হয়।

 

 

যোগাযোগ করা হলে সিসিক-এর সিইও (যুগ্ম সচিব) ও ইমারত নির্মাণ অনুমোদন কমিটির সভাপতি রেজাই রাফিন সরকার জানান, আমরা ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা বৈঠক করে ১৯০টি ইমারতের অনুমতি দিয়েছি। কিছু আবেদন পেন্ডিং আছে। পেন্ডিং আবেদনের বিষয়ে আগামী ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরো বলেন,সিসিকের পক্ষ থেকে আগামীতে বিল্ডিংয়ের প্ল্যান অনলাইনে নেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। এ সংক্রান্ত অ্যাপস তৈরীর কাজ এরই মধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। মে মাসের মধ্যে এই অ্যাপস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যাবে বলে আমরা আশাবাদী। এটি চালু হলে আমরা নগরবাসীকে ওয়ান স্টপ সার্ভিস দিতে পারবো।

 

 

 

 

কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান জানান, নগরীতে ইমারত নির্মাণের ক্ষেত্রে সৃষ্ট জট খুলতে শুরু করেছে। ইমারত নির্মাণ কমিটির সভায় বেশ কয়েকটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

তিনি বলেন, শুষ্ক মৌসুমের ৬ মাস মূলত সিলেটে বাসা-বাড়ি নির্মাণের উপযুক্ত সময়। বাসা-বাড়ি নির্মাণের আশায় অনেকেই নির্মাণ সামগ্রী ক্রয় করেছেন। অনুমতি না পাওয়ায় তারা বাসা-বাড়ি নির্মাণ করতে পারছিলেন না। অনুমোদন পাওয়ায় তারা কিছুটা স্বস্তির নি:শ^াস ফেলছেন। তারা সিসিকের এই উদ্যোগকে স্বাগত জানান।

 

 

Manual4 Ad Code

সিসিকের একটি সূত্র জানায়, বছর খানেক ধরেই সিলেট নগরীতে নতুন বাসা-বাড়ি নির্মাণের অনুমতি পেতে সংশ্লিষ্টদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে, গত ৬ মাস ধরে অনুমতি প্রদান একেবারেই বন্ধ ছিল। উদ্ভুত পরিস্থিতিতে সারেগ নেতৃবৃন্দ সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান প্রকৌশলীর সাথে দেখা করে এ বিষয়ে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code