বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে রংপুর সরকারি কলেজের প্রভাষকদের কর্মবিরতি পালন
মোঃ মিজানুর রহমান, রংপুর রংপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ রংপুর জেলা ইউনিটের আয়োজনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ২,৩৯৯ জন যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করে রংপুর সরকারি কলেজের সকল প্রভাষকগণ। গতকাল (১৭ সেপ্টেম্বার) সকাল ১১টায় ৩টায় রংপুর সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদন্নোতি যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির দাবিতে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাগফুর হোসেন, ৩৪তম বিসিএস ব্যাচের দর্শন বিভাগের প্রভাষক মোঃ সামসুর রহমান, ৩৪তম বিসিএস ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ সাহাদুজ্জামান, ৩৩তম বিসিএস ব্যাচের গণিত বিভাগের প্রভাষক মোঃ সফি উদ্দিন। বক্তারা জানান, ইতোপূর্বে আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ গত ৩০ অক্টোবর, ২০২৫ মাউশিতে মানববন্ধন, অবস্থান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ০২ নভেম্বরের মাঝে ডিপিসি শুরু এবং ১২ নভেম্বরের মাঝে পদোন্নতি জিও জারি করার দাবি করেছিলাম। আমাদের দাবি আদাযের একমাত্র মাধ্যম বিসিএস সাধারণ শিক্ষা এ্যাসোসিযেশন, আমাদের কর্মসূচির সাথে তারা সংহতি পোষণ করেছেন। আমরা এই অচলাবস্থার অবসান জানাই। এজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছি।

অনতিবিলম্বে পদোন্নতির উচঈ (উবঢ়ধৎঃসবহঃধষ চৎড়সড়ঃরড়হ ঈড়সসরঃঃবব) সভা সম্পন্ন করতে হবে। ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির এ.ঙ. জারি করতে হবে। ৩৭ ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অনতিবিলম্বে সুপারনিউমারারি পদসৃজন করতে হবে। পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুততম সময়ে পদ-আপগ্রেডেশন করতে হবে। উল্লিখিত দাবিগুলো বাস্তবায়িত না হলে এবং যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
Sharing is caring!