৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হোমিও চিকিৎসকের প্রতারণা: নাকের পলিপাস চিকিৎসার নামে এসিড প্রয়োগে রোগীর ক্ষতি।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
হোমিও চিকিৎসকের প্রতারণা: নাকের পলিপাস চিকিৎসার নামে এসিড প্রয়োগে রোগীর ক্ষতি।

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দেশে হোমিওচিকিৎসকের দৌরাত্ম্য এখন এক ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে।

এ তালিকায় যুক্ত হয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামপুর বাজারে মানবসেবা ডিজিটাল হোমিও হল নামের একটি প্রতিষ্ঠানের স্বঘোষিত চিকিৎসক মোঃ বেলাল হক।

নিজেকে ‘নাকের পলিপাস বিশেষজ্ঞ’ পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার জানান, আট মাস আগে আমি মোঃ বেলাল হকের কাছে নাকের পলিপাসের চিকিৎসা নেই।

তিনি মুখে বলেন যে, এটা সহজেই নিরাময় করা যাবে। এরপর নাকে এক ধরনের রাসায়নিক এসিড প্রয়োগ করেন এবং কিছু খাওয়ার ওষুধ দেন। কিছুদিন যেতে না যেতেই নাকের ডান পাশে হাড় ফুটো হয়ে যায়।

পরবর্তীতে তিনি একজন বিশেষজ্ঞ নাক-কান-গলা চিকিৎসকের কাছে গেলে, ওই চিকিৎসক জানান নাকে এসিড প্রয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর ফলে দীর্ঘমেয়াদে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

ভুক্তভোগী জেসমিন বলেন, “এই ব্যক্তি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেও তার চিকিৎসায় রোগ ভালো তো হচ্ছে না, বরং আরও জটিলতা তৈরি হচ্ছে। অনেকেই তার প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!