নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর উখিয়া উপজেলার সোনার পাড়াস্থ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্-আমিন মডেল নুরানি একাডেমি’র প্রাঙ্গণে সকাল ১০.০০ ঘটিকা হতে বিভিন্ন শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে রক্ত আদান-প্রদান সহ জরুরি চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার জানায়, বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
আল্-আমিন মডেল নুরানি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান জানায়, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন তাদের স্বাস্থ্যগত নানা বিষয়ে সচেতন করবে। আমরা আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ আয়োজনটিকে আরও সফল করে তোলে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Sharing is caring!