ভাষা ডেস্ক :: সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) বেলা তিনটার দিকে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক কাজী মো. আবু জাহের বাদল রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে চার আসামীকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত প্রত্যেকের ৫দিনের রিমান্ড মঞ্জুর করছেন।
আসামীরা হলেন, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), তার মা আলিফজান বিবি (৫৫), একই এলাকার মৃত ছইদুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন (৪০) ও মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম (৩৫)। শামীমা বেগম মার্জিয়া শিশু মুনতাহার গৃহশিক্ষক ছিলেন।
বাদিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল খালিক বলেন, একটি শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা পুরোজাতিকে কষ্ট দিয়েছে। হত্যাকাণ্ডের পর অন্য মানুষকে ফাঁসানোর জন্য পুঁতে রাখা মরদেহসহ হাতেনাতে আটক হয়েছে। আজ চার আসামীকে আদালতে তোলে ৭দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন হলে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, আসামীদের পক্ষেও একজন আইনজীবি ছিলেন। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। পরে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শিশু মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে সে। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। রোববার ভোররাতে বাড়ির পাশের একটি নালা থেকে মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।
Sharing is caring!