১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ণ
ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ ছাব্বির আহমদ, ক্রাইম রিপোর্টারঃ-

ছাতকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জন ও সাজাপ্রাপ্ত ১জন সহ মোট ৫ জন পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।

জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবদুল কবিরের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই আব্দুস সালাম,এসআই সন্জয় সরকার, এএসআই তোলা মিয়া, এএসআই বিশ্বজিৎ,এএসআই মোঃ তোহা,এএসআই সোলাইমান কবির,এএসআই রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক
৩ জন ও সাজাপ্রাপ্ত দুই জন আসামীকে গ্রেফতার করেন। গত শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত উপজেলার আনুজানি গ্রামের কাচাই মিয়ার পুত্র কাপ্তান মিয়া (৩৫), মশ্রব আলীর পুত্র জানাই মিয়া (৩০),সুরুজ মিয়ার পুত্র আশক আলী (৫০)। কচুর গাঁও গ্রামের আছির আলীর পুত্র লিলু মিয়া (৪৩) ও পৌর সভার গণক্ষাই গ্রামের জমির আলীর পুত্র সাকির আলী( ৩২)।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ৫ জন পলাতক আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!