২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কুয়াকাটা থেকে একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ণ
কুয়াকাটা থেকে একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

টি আই অশ্রু, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল জি সেভেন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

তিনি জানান, একাধিক মামলার আসামী হওয়ায় গৌরনদী থানা পুলিশ আমাদের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে শুক্রবার ভোরের দিকে গৌরনদী থানায় নিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, পৌর ছাত্রলীগের সদস্য মোঃ টিপু ও মোঃ সাকিব।

এদিকে বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, ৫ই আগষ্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়।

সেই সকল মামলার আসামীরা পাঁচ আগষ্ট থেকে পলাতক রয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়।

এসময় আবাসিক হোটেল জি সেভেনের একটি রুম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Sharing is caring!