২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে দেশীয় মদ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০১:২৪ অপরাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে দেশীয় মদ উদ্ধার

জামরুল ইসলাম রেজা,ক্রাইম রিপোর্টারঃ-

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫শ’ ২৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাতে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত পাচুরাম রবিদাসের পুত্র নিরঞ্জন রবি দাস (৫৩) ও শিরিষ রবি দাস (৫০) বসত বাড়ি থেকে এই মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মূল্য অনুমান আনুষ্ঠানিক ১ লক্ষাধিক টাকা মনে করা হচ্ছে। নিরঞ্জন রবি দাস ও শিরিষ রবি দাস একটি মামলার পলাতক আসামী বলে জানিয়েছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের দিক নির্দেশনায় এসআই মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ সাদেক আহমদ, এসআই আশরাফুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ থানায় জমা করেছে পুলিশ পুলিশ অভিযানকারী দল।

এ ব্যাপারে ছাতক থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের অব্যাহত অভিযান চলবে বলও জানান তিনি।

Sharing is caring!