৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বালু সিন্ডিকেটের মূলহোতা বাবুল গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০২:২৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে বালু সিন্ডিকেটের মূলহোতা বাবুল গ্রেফতার

হুমায়ূন ফরিদ,সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন সিন্ডিকেটের মূলহোতা বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকাল সাড়ে ৪ টায় বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ভাতেরটেক গ্রামের আবুল খয়েরের পুত্র। সে দীর্ঘদিন ধরে ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

এছাড়াও বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার সাথে জড়িত ছিল এবং হামলাকারীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে আসছিল। তার বিরুদ্ধে পরিবেশ আইন, বালু আইনসহ তিনটি মামলা রয়েছে। গ্রেফতার প্রসঙ্গে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন।

তিনি আরো জানান, গত ৫ই আগস্টের পর পুলিশের কার্যক্রম স্থবির থাকায় বেপরোয়া হয়ে উঠে বালু সিন্ডিকেটরা। পুলিশের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ বালু উত্তোলনে মেতে উঠে তারা।

পরবর্তীতে পুলিশ কর্মস্থলে যোগদানের পর থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে জনবল কম থাকায় বালু সিন্ডিকেটের হাতে অনেকবার আক্রমনের শিকার হয় পুলিশ। ঝুঁকি থাকা সত্ত্বেও পুলিশ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে। এমনকি বালু লুটপাট বন্ধে নদীর প্রবেশ মুখে বলগেট দিয়ে নৌকার প্রবেশ পথ বন্ধ করে দেয় পুলিশ।

ধোপাজানকে সম্পূর্ণ অবৈধ বালুখেকোদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি জানিয়ে বালু খেকোদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খাঁন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!