৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

এফ এম হাসান :: সিলেটের গোলাপগঞ্জ থেকে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯.০০ টার দিকে উপজেলার দাড়ীপাতন চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং একই উপজেলার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর ছেলে সাবুল আহমদ (৪০)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মশিহুর রহমান সোহেল জানান,গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!