২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের দিরাইয়ে ৭০ লিটার মদসহ আটক ২

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ০২:৫৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে ৭০ লিটার মদসহ আটক ২

ফকির হাসান, দিরাই থেকে ফিরে ::
দিরাই থানার পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) গভীর রাতে দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দত্তগ্রামের নকুল চন্দ্র দাসের রান্না ঘর থেকে এ মদ উদ্ধার করে। আটককৃতরা হলো নকুল চন্দ্র দাস (৪২) ও ইন্দ্র সেন দাস (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ । পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Sharing is caring!