মিজানুর রহমান মিজান : মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সী মেমোরিয়াল ট্রাষ্টের সভাপতি সমাজসেবক ও সংঘঠক আসাদুজ্জামান নূর বলেছেন ” খেলাধূলা তরুন ও যুবসমাজকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে বিরত রাখে”।
সিলেট অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের স্হানীয় কার্যালয়ে ১ম সৌখিন একক ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
সিলেট স্পোর্টস নিউজ (SSN) এর চেয়ারম্যান শহিদুল হাসান সেলিমের সভাপতিত্বে ও SSN এর পরিচালক ও জনপ্রিয় ধারাভাষ্যকার সি এম আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জনাব আবুল কালাম রুনু, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের পরিচালক জনাব হাসান হাফিজুর রহমান টিপু,৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নাজিম উদ্দীন রাহিন,অগ্রগামী সমাজ কল্যাণ যুবসংঘের যুগ্ম-সম্পাদক শাহ শাহিদুল ইসলাম সুজা,যুগ্ম-সম্পাদক ছাত্রনেতা হোসাইন আহমদ প্রবেল,আং সামাদ,বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য মাজহারুল ইসলাম সাব্বির,সংঘটক শামুল আলী,শেখ শাহজাহান,প্রবাসী খালেদ মিয়া,তাজুল ইসলাম,হাসান আল মামুন,সাহেদ মিয়া,রুহেল মিয়া,মামুনুর রশীদ,আইনুল ইসলাম,শেখ ইমন মিয়া,শেখ রিমন মিয়া,মাহিদ হোসেন,হাদী, হাসান মিয়া,সায়েক,শ্রাবন প্রমূখ।খেলায় হারুন মিয়া চ্যাম্পিয়ান ও আং কাইয়ুম শাকী রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।সিলেট স্পোর্টস নিউজ (SSN) আয়োজনে ও মরহুম শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাষ্টের সহযোগিতায় টুর্নামেন্ট সম্পন্ন হয়।
Sharing is caring!