২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগ্ননাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
জগ্ননাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার

জগ্ননাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৪ অক্টোবর) উপজেলার রানীগঞ্জইউনিয়নের রানীগঞ্জ বাজার-রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান পরিচালনা করে ২৫ টি জারে রক্ষিত ৭৪০ লিটার মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

এ সময় মদের দোকান পরিচালনাকারী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাসও মিলন বিশ্বাসকে গ্রেফতার করা হয়।এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ।

Sharing is caring!