১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার ওকস

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার ওকস

Manual4 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual3 Ad Code

বিপিএল মাতাতে আসছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে এই ইংলিশ তারকাকে। এরইমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন নিয়মিতই। এবার এই তারকার দেখা মিলবে বিপিএলে।

আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলা ওকস নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও।

Manual7 Ad Code

ইংল্যান্ডের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট। সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট।

Manual1 Ad Code

সিলেট টাইটান্সের হয়ে এবারের আসরে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শেষ হতেই প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। সোমবার (১২ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান তাদের।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code