১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের অভিজ্ঞ দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে একগাদা পরিবর্তন এনে দারুণ একটি দল সাজিয়েছে ডাচরা।বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল নেদারল্যান্ডস।

Manual7 Ad Code

গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে খেলা রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লিড, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেন ফিরেছেন দলে। পাশাপাশি দলে আবার সুযোগ পেয়েছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়।

Manual8 Ad Code

৩৪ বছর বয়সি স্পিন অলরাউন্ডার কলিন আকারম্যান ও পেসার টিম ফন ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। অন্যদিকে, ৩৫ বছর বয়সি পেসার লোগান ফন বিকের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।

গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজের ৯ খেলোয়াড় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

Manual5 Ad Code

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া ও টিম ফন ডার গুগটেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code