১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আফকনে বাজে পারফর্ম করায় গ্যাবনকে নিষিদ্ধ করল দেশটির সরকার

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
আফকনে বাজে পারফর্ম করায় গ্যাবনকে নিষিদ্ধ করল দেশটির সরকার

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual3 Ad Code

চলমান আফ্রিকান কাপ অব নেশন্সে বাজে পারফর্ম করেছে গ্যাবন। গ্রুপপর্বের সবকটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে তারা। যার ফলে ক্ষুব্ধ হয়েছে দেশটির সরকার। আফকনে বাজে পারফর্ম করায় জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা।
গ্যাবন দলকে সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

এবারের আফ্রিকান কাপ অব নেশন্সে ‘এফ’ গ্রুপে ছিল গ্যাবন। তাদের গ্রুপে ছিল মোজাম্বিক, আইভরি কোস্ট এবং ক্যামেরুন। গ্রুপের সবকটি ম্যাচ হেরেছে গ্যাবন।

Manual8 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফর্মেন্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’

গ্রুপ পর্বে মোজাম্বিকের বিপক্ষে ৩-২ গোলে হারে গ্যাবন। সেই ম্যাচে ইনজুরিতে পড়ে ফ্রান্সে ফিরে যান দেশটির সেরা তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং। এরপর গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার অলিগুই এনগুয়েমা এক বিবৃতিতে সমালোচনা করেন দলের। তিনি বলেন, ‘এটি আমাদের জাতীয় পরিচয়কে হেয় করেছে।’

Manual7 Ad Code

এদিকে দেশটির ফুটবলে সরকার হস্তক্ষেপ করায় আরও সমস্যায় পড়তে পারে গ্যাবন। ফিফার কাজে যেকোনো দেশের সরকার হস্তক্ষেপ করলে তা ভালো চোখে দেখা হয় না। এখন দেখার বিষয় ফিফা কি পদক্ষেপ নেয়।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code