পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ভাঙ্গুড়ায় মানবদেহে ক্ষতি কারক রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করায় ব্যবসায়ীকে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা মোতাবেক ১০হাজার টাকা জরিমানা ৯০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মিজানুর রহমান,ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ জব্দ করেন, তা স্থানীয় এতিম খানায় দান করেন।
সহকারী কমিশনার ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া ইউনিয়নের মেন্দা গ্রামের মো.গোলাম মোস্তফার ছেলে,মো.মিজানুর (২৮) নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে ঢাকার বিভিন্ন মিষ্টির দোকান ও বাসাবাড়িতে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মেন্দা এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা মোতাবেক তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, এসব রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো কিডনি ও ফুসফুসের বেশি ক্ষতি করে থাকে। এতে শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো বিভিন্ন রোগ হতে পারে।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান, ভেজাল দুধ উৎপাদনকারী মিজান দীর্ঘদিন ধরে মেন্দা বাজারে ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। তাকে নিরাপদ খাদ্য আইন ও ভেজাল খাদ্য উৎপাদনের কারণে তাকে ১০হাজার টাকা জরিমানা ও ৯০ দিনের জেল দেওয়া হয়।
Sharing is caring!