৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে সাংবাদিক পনির খন্দকারের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
কালীগঞ্জে সাংবাদিক পনির খন্দকারের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য রাজধানী টিভির টংঙ্গী, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মো. পনির খন্দকারের পিতা মোহাম্মদ হোসেন খন্দকার (৮৭) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Manual8 Ad Code

শনিবার সকালে স্থাণীয় ভাদার্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়।

Manual6 Ad Code

পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় মরহুম মোহাম্মদ হোসেনের খন্দকারের জানাজার নামাজে মরহুমের ভাই জাকির হোসেন খন্দকার, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌরসভার সভাপতি মো. রেজাউল করিম, পৌরসভার ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল্লাহ্ মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান (মিন্টু), মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক মো. পনির খন্দকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মরহুমের স্মৃতি চারন করেন।

এসময় জানাজায় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), উপজেলা সদস্য সচিব সাইফুল ইসলাম (সুমন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি নায়েবুর রহমান (মাসুদ), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), উপজেলা জাসাস এর আহ্বায়ক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু, যুগ্ম আহ্বায়ক বাদল ফকির, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

মরহুম মোহাম্মদ হোসেন খন্দকারের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, জাসাস গাজীপুর জেলা কমিটি, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ প্রেসক্লাব উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code