৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাই ভোল্টেজ তারে স্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনে মিস্ত্রির মৃত্যু, আহত ১

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ণ
হাই ভোল্টেজ তারে স্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনে মিস্ত্রির মৃত্যু, আহত ১

Manual7 Ad Code

জেলা প্রতিনিধি

Manual1 Ad Code

নয়ন রায়(যশোর) যশোরের কেশবপুরে নির্মাণাধীন ভবনের জানালায় থাই গ্লাস লাগানোর সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তুহিন হোসেন (৩০) নামে এক থাই মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক মিস্ত্রি আহত হয়েছেন। ​

শনিবার (০৮ নভেম্বর, ২০১৫) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেন পাশের মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে। ​

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আনিসুর রহমানের নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলায় শনিবার দুপুরে তুহিন হোসেনসহ অন্য মিস্ত্রিরা জানালায় থাই গ্লাস লাগানোর কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের একেবারে গা ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের কভার দেওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন মারা যান।

Manual7 Ad Code

​এই সময় মণিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে থাই মিস্ত্রী আবু সাঈদ (৩৩) আহত হন।

তাঁকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ​

খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ আলী জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের উপর থেকে মৃত অবস্থায় তুহিন হোসেনের মরদেহ উদ্ধার করেন। ​

Manual5 Ad Code

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত তুহিন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code