মহাসড়কে বাস দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত।
বিশেষ প্রতিনিধি: বরিশাল–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে আজ বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে একটি যাত্রীবাহী বাস অটোরিকশার সাথে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এতে আনোয়ার হোসেন নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন বলেন জানাগেছে। নিহত আনোয়ার দপদপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জুরকাঠি গ্রামের মরহুম খালেক আকন ( বিডিআর) এর মেজো পুত্র। নিহত আনোয়ার শ্যালকের বিবাহ অনুষ্ঠান থেকে অটোরিকশা যোগে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ হয়েছে পরে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহত আনোয়ারের কলেজ পড়ুয়া মেয়েসহ অটো চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছেন এবং আহতদের নিকটস্থ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এলাকার সাধারণ মানুষের অভিযোগ, বরিশাল–কুয়াকাটা মহাসড়কে দীর্ঘদিন ধরেই গণপরিবহনের চালকদের বেপরোয়া গাড়ি চালানো নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ফলে প্রায়ই ছোট–বড় দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা।
Sharing is caring!