র্যাবের অভিযানে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের ০৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গ্রেফতার।
মোঃ মিজানুর রহমান : রংপুর ০১.‘বাংলাদেশ আমার অহংকার‘- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানি,মাদক চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
০২.এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/১১/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.২৫ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী (বাতানটেক) এলাকা হতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মামলা নং ১৮৫/০৩ (এসটি) তারিখ-০৪/০৪/২১ ইং সূত্রোক্ত স্মারকের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় দোষী সাব্যস্ত ০৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ কবিরুল (৪২), পিতা- মৃত রহিমুদ্দিন, সাং- কাজিপাড়া, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
০৩.পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!