বিশেষ প্রতিনিধি
চাচার হাতে ধর্ষিত হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ভাতিজি, থানায় মামলা। অভিযুক্ত চাচা গ্রেফতার। রংপুরের মিঠাপুকুর থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থেকে ধর্ষক পলাতক চাচাকে গ্রেফতার করেছে।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৭ম শ্রেণির ছাত্রী রেনু আক্তারকে (ছদ্মনাম) তার চাচা গোলজার হোসেন তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযুক্ত গোলজার হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত খোড়াগাছ উত্তরপাড়া (কুঠিপাড়া) গ্রামের মৃত গোলাপ উদ্দিনের ছেলে। ধর্ষণের বিষয়টি কেউকে না জনাতে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।
যেকারণে সহজ সরল রেনু আক্তার ধর্ষণের বিষয়ে পরিবারের কেউকে কিছু বলেনি। ঘটনার প্রায় ৬ মাস অতিবাহিত হওয়ার পর রেনু আক্তারের শারীরিক পরিবর্তন সহ গর্ভধারণের লক্ষণ দেখা গেলে রেনু আক্তারের মায়ের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।
পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর রেনু আক্তারকে বদরগঞ্জ থানার অন্তর্ভুক্ত শ্যামপুর সেনো মাদার কেয়ার চেম্বার এ্যান্ড আল্ট্রাসনোগ্রাম এ চেক-আপ করালে তার গর্ভে ২৬ সপ্তাহ ৪ দিনের বাচ্চা আছে বলে জানা যায়।
এ ঘটনায় ভিকটিম রেনু আক্তারের পিতা রবিউল ইসলাম বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করলে মিঠাপুকুর থানায় মামলা রুজু হয়। যার নং-৪৪ তাং- ১৮/০৯/২০২৫ ইং ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধন) অধ্যাদেশ-২০২৫। মামলা রুজুর পর থেকে অভিযুক্ত গোলজার হোসেন পলাতক ছিলো।
পরবর্তীতে সোমবার ১৯ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে লক্ষীপুর সদর থানা পুলিশ ও র্যাব-১১ লক্ষীপুর এর সহায়তায় গোলজার হোসেনকে লক্ষীপুর সদর উপজেলা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৩ রংপুর।
জিজ্ঞাসাবাদ শেষে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে মিঠাপুকুর থানা পুলিশ।