১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুমিল্লার চান্দিনায় এক দুর্ধর্ষ ডাকাতি, লুটে নিল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সবকিছু

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৬:২১ অপরাহ্ণ
কুমিল্লার চান্দিনায় এক দুর্ধর্ষ ডাকাতি, লুটে নিল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সবকিছু

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা জেলার চান্দিনায় উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতি, লুটে নিল ঘরের সবকিছু। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চান্দিনার কেরনখাল ইউনিয়নের কোড়েরপাড় গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে গৃহকর্তা মমতাজ উদ্দিন (৪৭) কে এলোপাথারি কুপিয়ে আহত করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে রহমান মাস্টারের ছেলে মমতাজ উদ্দিন (৪৭)-এর বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মমতাজ উদ্দিন বর্তমানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত মোঃ মমতাজ উদ্দিনের ছেলে মোঃ ইয়াছিন রহমান জানান, রাত আড়াইটার দিকে আমার জেঠা মনির হোসেন দরজায় এসে ডাক দেন। মা-বাবা দরজা খুলতেই কয়েকজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে বাবাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে।

Manual5 Ad Code

এর আগে ডাকাতদল আমার জেঠার ঘরের দরজা ভেঙে মোবাইল ফোন নিয়ে যায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে ডাকতে বাধ্য করে। ডাকাতদল ডাকাতি শেষে বেড়িয়ে গেলে আমরা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ জাবেদ উল ইসলাম) জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই।

আহত গৃহকর্তার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code