১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হিলিতে ৪ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ
হিলিতে ৪ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ভারতীয় গরু ও ছাগলের বীজ এবং ভ্যাকসিন রাখার দায়ে ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৮ হাজার টাকা জরিমানা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর উপজেলার সাতকুড়ি, বোয়ালদাড় ও স্টেশন ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ভারতীয় গরু ও ছাগলের বীজ দেশীয় গরু ও ছাগলের সাথে মিশ্রিত করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্যাকসিনগুলো জব্দ করা হয়। তাদের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

অপরদিকে হিলি চারমাথায় অবস্থিত পদ্মকলি সুইটসকে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ চার প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই সহকারী পরিচালক জানান, ভবিষ্যতেও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code