১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করতে গিয়ে তিন জেলে আটক

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করতে গিয়ে তিন জেলে আটক

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট,মনপুরা

Manual4 Ad Code

ভোলা জেলার মনপুরা উপজেলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় তিন জেলেকে আটক করা হয়। এই সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার রাতভর উপজেলার মেঘনার চরপিয়াল পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করে উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা।

পরে সোমবার বিকেল সাড়ে ৪ টায় আটককৃত জেলেদের নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক।

Manual6 Ad Code

তিনি আরও জানান, আটককৃত জেলেদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code

আটককৃত তিন জেলে হলেন, মোঃ জয়নাল (৪৫), মোঃ মিজান (৩২) ও মোঃ সুমন (১৯)। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকার করার সময় একটি ট্রলার, কারেন্ট জাল সহ তিন জেলেকে আটক করে নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে দেশের নদী ও সমুদ্রে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code