শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের টিএনটি (গুচ্ছগ্রাম) এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
চেকপোস্টে ডিউটিরত সদস্যরা একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রী বিলকিস আক্তার (১৮)-এর পরিহিত পোশাকের ভেতর থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
তার স্বীকারোক্তিতে ইয়াবার মূল মালিক ইয়াকুব আলী (৪৩)-কেও আটক করা হয়, যিনি মোটরসাইকেলে তাদের পেছনে অনুসরণ করছিলেন। আটক বিলকিস বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিজবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং ইয়াকুব রংপুরের পীরগঞ্জ থানার কুতুবপুর এলাকার মহিউদ্দিনের ছেলে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে এপিবিএন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত ও পার্বত্য এলাকায় মাদক চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Sharing is caring!