১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি টিম তুমুলিয়া সাকিনস্থ জনৈক ওহিদ মোল্লার বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় ওহিদ মোল্লা (৪৫) নামে একজনকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ওহিদ মোল্লা মৃত শহিদ মোল্লার পুত্র এবং কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

Manual8 Ad Code

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১২, তারিখ: ০৯ অক্টোবর ২০২৫ খ্রি.)। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) মোঃ রিগ্যান মোল্লা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code