১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ,- ৪- জন গুলিবিদ্ধ

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:৫১ অপরাহ্ণ
চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ,- ৪- জন গুলিবিদ্ধ

Manual5 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বাঁশখালীতে লবণমাঠ ও চিংড়ির ঘের দখল নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।

Manual7 Ad Code

গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার পশ্চিম সরল এলাকায় দফা দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই গোলাগুলি চলে ১২টা পর্যন্ত। গুলিবিদ্ধ ৪ জন হলেন- আবু তাহের (৫৫), মোহাম্মদ রুবেল (১৮), নুরুল আবছার (১৭) ও সাইদুল ইসলাম (১৮)‌।

স্থানীয় বাসিন্দারা জানায়, সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একটি নেতৃত্বে রয়েছেন মোঃ আবুল মনসুর ও অন্যটির কবির আহমদ। এ দুই পক্ষ ‘মনসুর গ্রুপ’ ও ‘কবির গ্রুপ’ নামে এলাকায় পরিচিত। আধিপত্য বিস্তার ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

গতকাল সন্ধ্যায়ও এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ দেব জানান, আহত অবস্থায় ১০-১২ জনকে হাসপাতালে আনা হয়। সবাইকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বাঁশখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারের পাশাপাশি সরকারি খাসজমিতে চিংড়ির ঘের করা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে।

Manual5 Ad Code

সোমবার রাতেও এ নিয়ে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়ালে কয়েকজন আহত হন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনো এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code