বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় শাহীন মিয়া (২০) নামের এক মাদক কারবারীকেও আটক করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে পৌরশহরের মহেশপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আরবী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালালে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত শাহীন মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার পরিচালক মো. শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শাহীনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!