৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে পৃথক অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ লতিফ ও সাহেদ নামক দুইজন আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
কালীগঞ্জে পৃথক অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ লতিফ ও সাহেদ নামক দুইজন আটক

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আবদুল লতিফ ৬৭ ও মোঃ সাহেদ মোল্লা (৩৫) কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ৬ সেপ্টেম্বর,রাত ১.৩০ ঘটিকার সময়।

গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুনসেফপুর গ্রামে আওলাদ হোসেন (৫০) এর ভাড়াটিয়া আব্দুল লতিফ (৬৭) এর বসত ঘর থেকে গ্রেফতারকৃত আসামীর আব্দুল লতিফ (৬৭), পিতা- মৃত আব্দুল কলুমুসুদ্দিন মিয়া, কালীগঞ্জ পৌর এলাকার মুনসেফপুর থেকে ও কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া এলাকার ওহিদ মোল্লা এর বাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে মোঃ সাহেদ মোল্লা (৩৫), কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে কালীগঞ্জ থানায় এসআই(নিঃ) মোঃ আসলাম খান পিপিএম জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; কালীগঞ্জ থানার মামলা নং-১৪, -০৬/০৯/২৫, ধারা-৩৬(১) মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার এলাকায় মাদকের কোনো তথ্য থাকলে সরাসরি আমাকে জানান আপনার তথ্য গোপন রাখা হবে।

Sharing is caring!