স্টাফ রিপোর্টার।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা গ্রামে মোবারকের বাড়িতে ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত তিন টার দিকে পলাশ উপজেলার ডাংগা গ্রামে মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
এসময় নগদ প্রায় ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালল্কার নিয়ে যায় ও দেশীয় অস্ত্র দিয়ে মোবারক ও তার স্ত্রীকে আঘাত করেন এ সময় মোবারকের স্ত্রী কপাল কেটে যায়, এছাড়াও মোবারকের শরীরে বিভিন্ন জায়গায় ফাইভ দিয়ে আঘাত করে।
এ সময় ভুক্তভোগী ও স্থানীয়রা জানান রাত তিনটার দিকে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে ঘরের আলমারিতে থাকা প্রায় দুই লক্ষ টাকা দুই ভরি স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুপদাপ শব্দে পাশের রুমে থাকা মোবারক ও তার স্ত্রী’র ঘুম ভেঙ্গে গেলে পাশের রুমের দরজা খুলে দেখে আলী ও তার সাথে অজ্ঞাত ২-৩ জন লোক তাদের ঘরের ভিতরের পাশের রুমে, ঐ রুমে থাকা আলমারি ভাঙ্গা এবং গেটের গিরিল ভাঙ্গা এসময় মোবারক ও তার স্ত্রী তাদেরকে ধরতে গেলে তারা দেশি অস্ত্র দিয়ে মোবারক ও তার স্ত্রী কে আঘাত করে পালিয়ে যায়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটে আছে।
পরবর্তীতে মোবারক বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন এবিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনির হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন চুরির খবর পেয়ে আমাদের অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে, আমরা আইনগত ব্যবস্থা নিবো।
Sharing is caring!