নিজস্ব প্রতিনিধি: তমাল চন্দ্র দে রুদ্র।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান।
উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান বলেন, অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানের পর জব্দ করা কারেন্ট জাল সবার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশের একটি টিম।
Sharing is caring!