১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পতেঙ্গায় কার্গোবোটসহ ৭ জন পাচারকারী আটক করেছেন কোস্টগার্ড।

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ণ
পতেঙ্গায় কার্গোবোটসহ ৭ জন পাচারকারী আটক করেছেন কোস্টগার্ড।

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার।

Manual4 Ad Code

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মিয়ানমারগামী কার্গোবোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

এসময় প্রায় ৫১ লাখ টাকার খাদ্যসামগ্রী, বস্ত্র ও পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।

Manual7 Ad Code

গতকসল শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে পতেঙ্গা থানাধীন কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি।

Manual7 Ad Code

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। আটক সাত পাচারকারীসহ জব্দকৃত বোট ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Manual2 Ad Code

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code