
মনপুরা প্রতিনিধি
ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন, ৫নং ওয়ার্ডের অসহায় এক মহিলার উপর অতর্কিত হামলা ঘটনা ঘটেছে আজ ২৮-আগষ্ট-২০২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার সময় খাদিজা বেগম নামের মহিলার উপর ১০০০ টাকা পাওনা নিয়ে অতর্কিত হামলা করে একই এলাকার স্হানীয় বাসিন্দা মো ইমন পিতা-নুরইসলাম কর্মকার, ও মো ফারুখ পিতা ছাত্তার, সিকদার, ইমরান মিলে। ঐ মহিলাকে এলোপাতাড়ি মেরে হাত ভেঙে দেয়।পরে এলাকাবাসী খাদিজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্হা করে।
সরেজমিনে গিয়ে যানা যায় ১০০০ টাকার পাওনা নিয়ে মহিলার উপর অতর্কিত হামলা করে তারা । পরে আশপাশের লোকজন মহিলার উপর অতর্কিত হামলাকারীদের উক্ত ঘটনার সুস্থ বিচার দাবী করেছন।
এ বিষয়ে মহিলার মা গণমাধ্যম কে বলেন আমার মেয়ের বাবা নেই তার স্বামী তাদের নৌকায় মাছ মারত, সে ক্ষেত্রে তারা ১০০০ টাকা পেত এই টাকার জন্য আমার মেয়ের উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করে হাত ভেঙে দেয়।
হামলাকারী সবাইকে আইনের আওতায় এনে সুস্থ বিচার দাবী করেন মনপুরা প্রশাসনের কাছে।
পরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করতে পারে নি গণমাধ্যম-কর্মীরা।
এবিষয়ে মনপুরার থানার অফিসার ইনচার্জ মো আহসান কবির জানান, আসলে মহিলার সাথে ঘটে যাওয়া ঘটনাটি মর্মান্তিক। তবে যদি কেউ এবিষয়ে থানায় অভিযোগ করে তাহলে তজন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্হা গ্রহন করব।
Sharing is caring!