১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনপুরার মেঘনায় অভিযানে আটক ১টি বোট ইলিশ জব্দ দুই হাজার পিছ-এতিমখানায় বিতরন

admin
প্রকাশিত মে ১১, ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় অভিযানে আটক ১টি বোট ইলিশ জব্দ দুই হাজার পিছ-এতিমখানায় বিতরন

Manual4 Ad Code

মো কামরুল হোসেন সুমন,ক্রাইম রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে
আজ ১১ মে ২০২৫ ভোর ৫ টা থেকে অভিযান পরিচালনা করে মনপুরা কোষ্টগার্ড ও মৎস্য অফিসের কর্মকর্তাগন।

এতে অভিযানে থাকা দেখে চাইয়ের নৌকা বের হতে পারে নিমেঘনা নদীতে। পরে সাগর থেকে আসা সরকারী আইন অমান্যকারী একটি সামুদ্রিক বোট আটক করে মনপুরার কোষ্টগার্ড ও মৎস্য দপ্তর, ঐ আটককৃত বোটে দুই হাজার পিছ ইলিশ মাছ পাওয়া যায়, এতে ধারনা করা হয় নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ ধরে মেঘনা নদীতে আসার পর কোষ্টগার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে আটক হয় ।

পরে ইলিশ মাছ গুলো মনপুরা উপজেলার ২২টি মাদ্রাসায় ও স্থানীয় দারিদ্র্য জনগণের মাঝে বিতরণ করা হয়।

Manual8 Ad Code

বোট মালিকের বোটটি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অপরাদে সামুদ্রিক মৎস্য (Marine Fisheries) আইন, ২০২০ এর ধারা ৩ এর উপ-ধারা (৩)/ধারা ১৬ এর উপ-ধারা (৬) বা উপ-ধারা (৯)/ধারা ১৭ এর উপ-ধারা (২)/ধারা ২১ এর উপ-ধারা (৮)/ধারা ৩১ এর উপ-ধারা (৩) এর অপরাধ সংঘটন করিয়াছেন,তাই উক্ত আইনের ধারা ৫৪ এর প্রদত্ত ক্ষমতাবলে বোট মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কোস্টগার্ড ও মনপুরা মৎস্য দপ্তর।

Manual6 Ad Code

মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন জানান যারা সরকারি আইন অমান্য করে, সাগরে বোট নিয়ে ইলিশ মাছ ধরতে যাবে তাদের কে আইনের আওতায় আনা হবে এবং মনপুরা উপজেলার কোষ্টগার্ড ও মৎস্য দপ্তরের নজর সব সময় থাকবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code