১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন রিমান্ডে

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ
কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন রিমান্ডে

Manual4 Ad Code

মোঃ শাজাহান খন্দকার ::

নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আম‌লি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। সদর থানার ওসি হা‌বিবুল্লাহ ও সাদ্দা‌মের আইনজীবী শাখাওয়াত হো‌সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দাম‌কে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual3 Ad Code

ওসি হা‌বিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দাম‌কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হ‌য়ে‌ছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তা‌কে রিমান্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code