১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে পুলিশের অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে পুলিশের অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে জগন্নাথপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ সাদেক মিয়া ওরফে সাদুকে (৪৫) গ্রেফতার করে। তিনি জগন্নাথপুর থানার রানীনগর গ্রামের বাসিন্দা।

এই অভিযানের নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার এসআই রফিজুল মিয়া। তার সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ সদস্যরা। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বসতঘর থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাদেক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!