১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৪৫ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার

ফকির হাসান ::

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ এবং ছিনতাইকারি ও ডাকাত গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাতে সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের সদস্য ১। আব্দুল্লাহ আহমদ (২৬), পিতা- কবির আহমদ, গ্রাম-আনন্দপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান- সাং- পার্কভিউ আ/এ বাসা নং-১৪০, থানা- জালালাবাদ, জেলা- সিলেট এবং ২। মো: ফয়সাল হাসান (২০), মজনু মিয়া, সাং-রানিগাঁ (মাতায়ারা) থানা-কলমাকান্দা জেলা- নেত্রকোনা, বর্তমান সাং-আখালিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ০১টি ডাকাতি, ০১টি চুরি ও ০১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো: ফয়সাল হাসান এর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!