
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার নিয়ন্ত্রণে নিতে মাথায় লাল গামছা পেঁচিয়ে রামদা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে একদল যুবক। এমন একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দৃশ্য দেখা গেছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মহড়া চলে। এ সময় সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এমসি বাজার ব্যবসায়ীসহ জনমনে ব্যাপক আতংক বিরাজ করছে।
অভিযুক্ত যুবদল নেতার অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটির নজরে আসে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা যায় ,মাথায় লাল গামছা পেঁচিয়ে রাম দা, লোহার রড, হকিস্টিকসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে প্রকাশ্যে এমসি বাজার এলাকায় মহড়া দিচ্ছে শতাধিক যুবক। এ সময় তারা স্লোগান দিচ্ছিল জাহাঙ্গীর ভাইয়ের এ্যাকশন ডাইরেক্ট একশান। বিকেল পৌনে চার টার দিকে এমসি বাজার ইউর্টান থেকে হাতে রাম দা সহ মহাসড়কে মিছিল নিয়ে আবার বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে শেষ হয়।
এ সময় যুবদল নেতা জাহাঙ্গীর আলম বেপারি বাজারের দোকানীদের উদ্দেশ্য করে বক্তব্য দেন। তিনি বলেন,এই মুহুর্তে আমি বাজারে চাঁদা উঠানো শুরু করবো! এমসি বাজার এখন থেকে আমার নিয়ন্ত্রণ চলবে। কেউ বাধা দিলে পরিনতি ভয়াবহ হবে! যদি কেউ বাঁধা দেন তাহলে তার কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।’
স্থানীয়রা জানান, এমসি বাজারটি আবু বক্কর সিদ্দিক নামের একজন ইজারা নিয়েছিল। তার ইজারার মেয়াদ এখনো শেষ হয় নাই। হঠাৎ করে বিকেলে একদল যুবক মাথায় গামছা পেচিয়ে বাজারে এসে দোকানদারের নিকট খাজনা দাবি জানান। খাজনা দিতে রাজি না হওয়ায় দোকানীদের হুমকি দেন।এ সময় জাহাঙ্গীর আলম বেপারি নামের এক যুবদল নেতা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে এমসি বাজারের একাধিক দোকানী জানান, বিকেলে হাতে রাম দা সহ শতাধিক যুবক বাজারে এসে ভাসমান দোকানীদের নিকট খাজনা দাবি করেন। তাদের কে আজ থেকে খাজনা দিতে হবে। খাজনা না দিলে বাজারে ব্যবসা করতে দিবে না। তারা আরও জানান,প্রকৃত ইজারাদার এখনো রয়েছেন। আমরা ছোট ব্যবসায়ী। দুই জনকে খাজনা দেওয়া কিভাবে সম্ভব।
তারা আরও বলেন,’শতাধিক ব্যক্তি মুখে গামছা বেঁধে, হাতে রাম দা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এর আগে জাহাঙ্গীর আলম পিন্টু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে হ্যান্ড মাইকের মাধ্যমে চাঁদাবাজি করেন। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন। মুখ ঢেকে থাকা ব্যক্তিরা পথচারীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।’
এ বিষয়ে কথা বলার জন্য যুবদল নেতা জাহাঙ্গীর আলম বেপারির সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “দল থেকে সবসময় অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
গাজীপুর জেলা যুবদলের আহব্বায়ক আতাউর মোল্লাহ্ যায়যায়দিনকে বলেন,” কোনো ব্যক্তির অপকর্মের দায় নিবেনা দল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি খোঁজ পেয়ে সাথে সাথেই কেন্দ্রীয় নেতাদের কাছে জানিয়েছি। তাৎক্ষনিক তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কোনো অন্যায়কারী দলের কোথায় ঠাঁই হবে না।’
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
Sharing is caring!