২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চীনা নাগরিককে হত্যার ঘটনায় মামলা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
চীনা নাগরিককে হত্যার ঘটনায় মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি ,

রাজধানীর উত্তরায় চীনা নাগরিক ওয়াং বু (৩৭) হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় চীনা নাগরিক লিউ রুই (৫৭) বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন।

ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দান হোসেন আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এ পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।

এর আগে, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসার নিচতলায় চীনা নাগরিক ওয়াং বুকে ছুরিকাঘাত করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৭ মিনিট থেকে ১২টা ৯ মিনিট পর্যন্ত এ হত্যাকাণ্ডের মিশন পরিচালিত হয়। নিহত ওই ব্যক্তি ইট, বালু ও পাথরের ব্যবসা করতেন।

মামলার বাদী লিউ রুই ওই বাড়ির পঞ্চম তলায় থাকেন। তিনি ঘটনাস্থলের ওই বাড়িটি পরিচালনা করেন বলে জানা গেছে।

হত্যা মামলার বিষয়ে জানতে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের নম্বরে একাধিকবার কল দিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় থানায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

তখন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার সময় আমি ডিউটিতে ছিলাম না। তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। কিছু জানতে হলে ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন।’

 

এরপর উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, এ হত্যা মামলায় এখন পর্যন্ত কোনো চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়নি।

মামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এসি সাদ্দাম বলেন, ‘সারা রাত আমি শহীদ মিনারে ডিউটি করেছি। আমি এখন সঠিকভাবে বলতে পারব না।’

Sharing is caring!