১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযান যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জন গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ
সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযান যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জন গ্রেফতার

Manual2 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে এই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪)। বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়াা) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০)। নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ থানার দেবগ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০)।সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সরদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫)।জগন্নাথপুর পৌর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা আব্দুল মতিন (৪৫)। নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মোঃ তোফাজ্জল হোসেন (২৫)। ছাতক থানার জটি গ্রামের বাসিন্দা ও দোলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সউদ মিয়া (৪৬)।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code